Priyo24.Com

Place of somethings Knowing

গবেষণায় দেখা গেছে পর্নোগ্রাফিতে বিয়ের আগ্রহ কমে !

অনলাইনে পর্নোগ্রাফির সহজ প্রাপ্যতার কারণে মানুষের মধ্যে বিয়ের আগ্রহ কমছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, বিয়েতে না জড়ানোর বিষয়ে অর্থাৎ বিয়ের আগ্রহ হ্রাসের পেছনে পর্নোগ্রাফির প্রভাব রয়েছে। অবিবাহিতরাই বেশি পর্ণো মুভি দেখছে। তবে যারা ধর্মভিত্তিক ওয়েবসাইট দেখেন তাদের বেশির ভাগই বিবাহিত বলেও গবেষণায় দেখা যায়।বিয়ের প্রবণতা ও ইন্টারনেটে পর্নোগ্রাফির ওপর গবেষণাটি করেছে পেনসিলভেনিয়ার ওয়েস্টচেস্টার বিশ্ববিদ্যালয়ের ড. মিশেল ম্যালকমের নেতৃত্বাধীন একটি দল। এটি প্রকাশ করেছে জার্মান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব লেবার। ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ১৮-৩৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের ১৫০০ মানুষের ইন্টারনেট তথ্য ব্যবহার করে গবেষণাটি চালানো হয়েছে।বিয়ের বিষয়ে মানুষের আচরণ পর্যবেক্ষণ করে গবেষকরা বলেন, যৌবনের শুরুতে বিয়ে করলে বেশ ভালো অংকের অর্থ খরচ করতে হয়। পর্নোগ্রাফির কারণে মানুষ কম খরচে যৌনতৃপ্তি পাচ্ছে এবং তারা বিয়ের কারণে সৃষ্ট নানা ধরণের মানসিক জটিলতায় যেতে আগ্রহ হারাচ্ছে।এদিকে, গত ১ দশকে ব্রিটেনে অবিবাহিতদের সংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে ৫১ শতাংশ হয়েছে। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যন দফতরের পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে।গতবছর ব্রিটেনে প্রতিদিন গড়ে ৩৬ মিলিয়ন মানুষ ইন্টারনেটে বসেছে। যা দেশটির যুবসম্প্রদায়ের ৭৩ শতাংশ। ২০০৬ সালে এই সংখ্যা ছিল ২০ মিলিয়ন। এছাড়া ব্রিটেনে প্রতি ১০জনের ৭ জন স্মার্টফোন ব্যবহার করে।

155 total views, 1 views today

Updated: December 23, 2017 — 2:28 am

Leave a Reply

Priyo24.Com © 2018 Raihanul Haque