Priyo24.Com

Place of somethings Knowing

ছন্দ মিলিয়ে বৈশাখি Boishakhi SMS

১) নতুন পোশাক নতুন সাঁজ
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি। শুভ নববর্ষ…
২) উদিত রবির প্রথম আলো,
দূর করবে সকল কালো।
মিটবে মন আনন্দধারায় সবাই হবে বাধনহারা।
দিনটি হোক তোমার তরে
মন ভরে উঠুক খুশির ঝরে।
শুভ নববর্ষ !!
৩) পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান।
এসো হে বৈশাখ এসো এসো…
৪) নতুন সূর্য, নতুন প্রান
নতুন সুর, নতুন গান
নতুন উষা নতুন আলো
নতুন বছর কাটুক ভালো।
কাটুক বিষাদ, আসুক হর্ষ
শুভ হোক নববর্ষ। Chonde Chonde Boishakhi sms;
৫) রাঙা আবির মেখে চোখে চোখে
মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা, হালে দুলে চলনা।
এমন দিনে কেউ করোনা ছলনা।
“শুভ পহেলা বৈশাখ”
৬) বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাঁশফুল
তাই তোমায় শুভেচ্ছা জানাতে মন হল বেকুল
শুভ নববর্ষ…
৭) একটু আলো, একটু আধার, বাতাসগুলো নদীর
বুকে দিচ্ছে সাতার।
কিছু দুঃখ, কিছু সুখ, সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ।
বাংলা নবর্ষের পদার্পনে, এসো শানিত হই
নবপ্রাণে… শুভ নববর্ষ
৮) ঝরে গেল আজ বসন্তের পাতা
নিয়ে যাক সঙ্গে সব মলিনতা।
বৈশাখের সকালে লাগুক প্রাণে আনন্দের এই
স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”।
৯) আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নবরুপে
পহেলা বৈশাখ…
আজ শুধুই ভালবাসার উজানে, বাঙালির বর্ষবরণ নানা
আয়োজনে,
রমনীরা আজ সেজেছে নতুন সাজে, পায়ের
নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে, প্রিয়ার
ভালবাসা জমা থাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নতুন সাজে
পহেলা বৈশাখ।
শুভ নববর

273 total views, 1 views today

Updated: April 13, 2017 — 7:54 am

Leave a Reply

Priyo24.Com © 2018 Raihanul Haque