Priyo24.Com

Place of somethings Knowing

২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি গণিত

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১২। একটি গাড়ির চাকার পরিধি ৫.২৫ সে.মি.। ৪২ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
ক. ৮০ খ. ৮০০ গ. ৮০০০ ঘ. ৮০০০০
১৩। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ২৪ মিটার এবং উচ্চতা ১৫ মিটার ৫০ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
ক. ৩৭২ বর্গমিটার খ. ১৬৪ বর্গমিটার
গ. ১৮৬ বর্গমিটার ঘ. ৩৭.৫০ বর্গমিটার
১৪। একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১৫ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
ক. ২২৫ মিটার খ. ২২৫ বর্গমিটার
গ. ২২৫ ঘনমিটার ঘ. ২২৫০০ বর্গ সে.মি.
১৫। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে এর তলার ক্ষেত্রফল—
i. ৩২০০০ বর্গ সেমি. ii. ৩২০ বর্গমিটার iii. ৩.২ বর্গমিটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। তোমার স্কুলের প্রতিটি বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থের ৮ গুণ। প্রস্থ ৯ ইঞ্চি হলে বেঞ্চের দৈর্ঘ্য কত গজ?
ক. ৪ গজ খ. ৩ গজ গ. ২ গজ ঘ. ১ গজ
# নিচের তথ্যের আলোকে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি জলাধারে ৪০০০ লিটার পানি ধরে। জলাধারটির দৈর্ঘ্য ১.২৫ মিটার এবং প্রস্থ ১.০০ মিটার।
১৭। জলাধারটির আয়তন কত ঘনমিটার?
ক. ৪ ঘনমিটার খ. ৫ মিটার
গ. ৪ বর্গমিটার ঘ. ৫ ঘনমিটার
১৮। জলাধারটির গভীরতা কত মিটার?
ক. ২.৩০ মিটার খ. ৩.০০ মিটার
গ. ৩.২০ মিটার ঘ. ৪.০০ মিটার
১৯। একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
ক. ৬ বর্গমিটার খ. ৯ বর্গমিটার
গ. ১৮ বর্গমিটার ঘ. ৮১ বর্গমিটার
২০। একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ১০০ মিটার। দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত?
ক. ২০ মিটার খ. ৩০ মিটার
গ. ৫০ মিটার ঘ. ৬০০ বর্গমিটার।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গণিত: সঠিক উত্তর
অধ্যায়-৩
১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. ক
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

198 total views, 1 views today

Updated: March 16, 2016 — 8:50 pm

Leave a Reply

Priyo24.Com © 2018 Raihanul Haque