[ Indian Bangla Lyrics ] ভয় দেখাস না প্লিজ – হাওয়া বদল

শিরোনামঃ ভয় দেখাস না প্লিজকথাঃ অংশুমান চক্রবর্তীকন্ঠঃ সুনিধি চৌহান / অরিজিৎ সিং / মোহন(অগ্নি ভার্সন)সুরঃ ইন্দ্রদীপ দাসগুপ্তমুভিঃ হাওয়া বদলভয় দেখাস না প্লিজ আমি বদলে গিয়েও ঘরেফিরতে চাই তবু তোর দু চোখের রোদ ফিরতেমানা করবে সেই, ভয় পাইএই শরীরটাই যা তুই চিনিস বাদ বাকী,আমিআনকোরাজোর করে তবু সই পাতাই গল্প বানাই, মন গড়াইআমার অন্য রাজ্যপাট আমি ঘর পালানো পাখিরছদ্মবেশ তোর কাঁধেতে বসে আর গান শোনাবো,পাই যদি আদেশঅনেক রাতের পর, খেলনা বাটির লোভ দেখাসযদি আবার ফিরবো ঘর ঠোঁট ফুলিয়ে ছোট্টএইনদী।ভুলেগেলে তুই হাতড়ে ফিরবো অন্ধকারের গান,জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান জমলেধুলো গায়ে, জোছনায় করবো স্নান।তুই এক ফালি আকাশ, আমি ভুল করে ঢোকা একলাশঙ্খচিল। তুই আমার বাতাস, তবু ফিরতে হবে বলদেখি মুশকিলজানি ফেরার পর তুই আমায়, হাটতে দেখলেওচিনবি নাতোর দেওয়া এই ডাকনামে ভুল করেও আর ডাকবিনা। শুধু কোন বাদলা দিনের ভোর,তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল ঘুমে কাঁদবিতুই,আর গুনব আমি বদলানোর মাশুল।অনেক রাতের পর, খেলনা বাটির লোভ দেখাসযদি আবার ফিরবো ঘর ঠোঁট ফুলিয়ে ছোট্টএইনদী। ভুলে গেলে তুই হাতড়ে ফিরবো অন্ধকারেরগান, জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নানজমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।ভয় দেখাস না প্লিজ আমি বদলে গিয়েও ঘরেফিরতে চাই তবু তোর দু চোখের রোদ ফিরতেমানা করবে সেই, ভয় পাই

56 total views, 0 views today

mm
About bipul 5681 Articles
Love is Life

Be the first to comment

Leave a Reply